গ্রামের নারী | Khadija Nur Mourin | Bangla Kobita

রঙটা নাহয় একটু গাঢ়,
চোখদুটো নাহয় ডাগর ডাগর,
হাসিটা নাহয় বাঁকাভাবেই মানায়,
তাদের কি ভালোবাসতে হয় না বুঝি?

গ্রামের রাস্তায় নাহয় হেলেদুলে হাটিঁ,
কলসির ভাড়েঁ একটু ঝুঁকে পরি,
ঘুরি ওড়ানোর মাঝে আনন্দ খুঁজে মরি,
তাদের ভালোবাসার মানুষ হয় না বুঝি?

লাল শাড়ি,লাল টিপ আর আলতায় বেশ আছি
শহরের ছাইপাঁশ,মডেলিং না জানি,
উঁচু জুতা পড়ে হাঁটতে না পারি,
তাদের কি বিশ্বস্ত মানুষ হয় না বুঝি?

কাজল দিয়েই সাঁজ আমার শেষ করি,
লিপিস্টিক কারে কয় তা তো না জানি,
কেশ আমার বেণী করেই রাখি,
তাদের কাজল লেপ্টে থাকা চোখের কেউ প্রেমে পড়ে না বুঝি?

পড়ালেখা অতো না জানি,
তবে গুছিয়ে কথা বলতে পারি,
মানুষ কি ভাবে তা নিয়ে না ভাবি,
তাদের এ আচরণে কেউ মুগ্ধ হয়না বুঝি?

তুমি পুরুষ ভালোই বোঝো
শহুরে মেয়ে,দেখতে মিষ্টি ভারি,
আমি? গ্রামের কোণে পরে থাকা সামান্য এক নারী।

গ্রামের নারী 
~Khadija Nur Mourin 

Comments