নতুন এক দেশ গড়বো আমরা মানুষদের নিয়ে,
ধর্মের লড়াই করবে যারা, তাদের বাদ দিয়ে।
কোটাব্যবস্থা নিপাত যাবে, যোগ্যতা সবার উপরে,
দুইয়ের বেশি সন্তান নয়, এই বিল পাশ হবে আগে।
ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, শিক্ষা ঘরে ঘরে,
ঘুষ নিলেই চাকরী খুইয়ে, থাকতে হবে শ্রীঘরে।
পরীক্ষাতেও থাকবে তখন বৃক্ষরোপণ কর্মসূচী,
সবার সমান অধিকার দেখবে এবার জাতি।
নেতাদের শিক্ষিত হতে হবে, ভোটের আগে হবে যাচাই,
কথা দিয়ে কথা না রাখলে, নেতাদের হবে ছাটাই।
শিক্ষা, বিদ্যুৎ, শৌচাগার, খাদ্যের ব্যবস্থার প্রয়োজন;
গরীব-ধনী সবাই সমান, ট্যাক্স দেয় আর কজন?
হিংসা-মারামারি, ধর্ম-জাত, বন্ধ হবে খুনোখুনি,
এমন দেশ গড়বো, মানুষ বলবে সবার আগে মনুষ্যত্বকেই মানি।
নতুন দেশ || মৌসুমী হাজরা
Comments
Post a Comment