জীবিত যেখানে অবহেলিত
__সুলতানা পারভীন সুমি
তোমরা জীবিত মানুষের চিৎকার শোন না,
অথচ, মৃত মানুষের জন্য কেঁদে কেঁদে পুরো পাড়া মাতাও।
জীবিত প্রেমিকের অবহেলায়,কষ্টে, যন্ত্রণায় মরে যাওয়ার গল্প প্রেমিকা শোনে না।
অথচ, প্রেমিক মরে গেলে প্রেমিকা নাকি হো হো শব্দে কেঁদেই যায়।
তোমরা জীবিত মানুষকে সাহায্য করো না,
অথচ, মৃত মানুষের জন্য আফসোস করো।
তোমরা জীবিত এতিম শিশুর মুখে দু' মুঠো অন্ন তুলে দাও না
অথচ, মৃত শিশুর ছবি তুলে পত্রিকায় ছাপাও।
তোমরা জীবিত মাকে ভালোবাসতে পারো না,
অথচ, বৃদ্ধাশ্রম বানাও কিছু সুনাম কুড়ানোর দায়।
তোমরা জীবিত বাবাকে কথায় কথায় তুচ্ছ করো, তাচ্ছিল্য করো
অথচ,মৃত বাবার পাশে বসে ছায়া খোঁজ।
তোমরা জীবিত অসহায় ছাত্রটির পড়ালেখার খরচ দিতে আপত্তি জানাও,
অথচ, মৃত ছাত্রের পরিবারের ভরনপোষণ দিতে চাও।
তোমরা জীবিত কুকুর টিকে দুর দুর করে তাড়িয়ে দাও
অথচ, মৃত কুকুরের জন্য সাহায্যের হাত বাড়াও।
তোমরা জীবিত ধর্ষিতাকে নিয়ে গালমন্দ করো,
অথচ, মৃত ধর্ষিতার জন্য মিটিং মিছিলে বিচার চাই, বিচার চাই বলো।
তোমরা জীবিত দরিদ্র বেকার যুবকটিকে চাকুরী দিতে অনিহা করো
অথচ,মৃত যুবকের ভাইকে চাকুরী দিতে ধর্না দাও।
হে মহামানব! কী চাও তোমরা?
এসব লোক দেখানো কাজ কি এবার,
যায় না ছাড়া!
__সুলতানা পারভীন সুমি
তোমরা জীবিত মানুষের চিৎকার শোন না,
অথচ, মৃত মানুষের জন্য কেঁদে কেঁদে পুরো পাড়া মাতাও।
জীবিত প্রেমিকের অবহেলায়,কষ্টে, যন্ত্রণায় মরে যাওয়ার গল্প প্রেমিকা শোনে না।
অথচ, প্রেমিক মরে গেলে প্রেমিকা নাকি হো হো শব্দে কেঁদেই যায়।
তোমরা জীবিত মানুষকে সাহায্য করো না,
অথচ, মৃত মানুষের জন্য আফসোস করো।
তোমরা জীবিত এতিম শিশুর মুখে দু' মুঠো অন্ন তুলে দাও না
অথচ, মৃত শিশুর ছবি তুলে পত্রিকায় ছাপাও।
তোমরা জীবিত মাকে ভালোবাসতে পারো না,
অথচ, বৃদ্ধাশ্রম বানাও কিছু সুনাম কুড়ানোর দায়।
তোমরা জীবিত বাবাকে কথায় কথায় তুচ্ছ করো, তাচ্ছিল্য করো
অথচ,মৃত বাবার পাশে বসে ছায়া খোঁজ।
তোমরা জীবিত অসহায় ছাত্রটির পড়ালেখার খরচ দিতে আপত্তি জানাও,
অথচ, মৃত ছাত্রের পরিবারের ভরনপোষণ দিতে চাও।
তোমরা জীবিত কুকুর টিকে দুর দুর করে তাড়িয়ে দাও
অথচ, মৃত কুকুরের জন্য সাহায্যের হাত বাড়াও।
তোমরা জীবিত ধর্ষিতাকে নিয়ে গালমন্দ করো,
অথচ, মৃত ধর্ষিতার জন্য মিটিং মিছিলে বিচার চাই, বিচার চাই বলো।
তোমরা জীবিত দরিদ্র বেকার যুবকটিকে চাকুরী দিতে অনিহা করো
অথচ,মৃত যুবকের ভাইকে চাকুরী দিতে ধর্না দাও।
হে মহামানব! কী চাও তোমরা?
এসব লোক দেখানো কাজ কি এবার,
যায় না ছাড়া!
Comments
Post a Comment