পথ চলা
ইসরাত জাহান
আজই প্রথম পা রাখলে,
এই কষ্টের পৃথিবীর....
উঁচু নিচু পাথর ভরা পথে।
আজ থেকেই শুরু হলো,
এ সুন্দর ধরনিতে...
তোমার পথ চলা।
তোমায় একা ছেড়ে দিয়েছি,
হাতটাও ধরিনি...
জানি পড়ে যাবে না,
বরং আত্মর্নিভরশীল হবে।
কোলে তুলে রাখিনি,
মেঝেতে ছেড়ে দিয়েছি,
জানি দাড়াতে পারবে...
হাঁটতে শিখবে।
পড়ে গেলে অন্য মায়েদের মতো,
বুকে তুলে নেইনা কখনও,
জানি আবার উঠে দাড়াবে...
শুধু এটুকুই বলি,
ঠিক হয়ে যাবে।
তাই হয়ত,
সহজে কাঁদতে পারো না।
এটাই ভালো,
চোখের দামি নোনা জল
যেখানে সেখানে ফেলো না।
শত কষ্টেও
মুখে যেনো লেগে থাকে,
তোমার এই নিস্পাপ হাসি।
সেই আসায় আমি আছি।
Your articles are very good, I think you are a very good blogger, thanks for such a nice post.
ReplyDeletebenifits-of-lohe-qurani-in-hindi