‌তোর অপেক্ষা ! কলমে : পায়েল দত্ত ! Bangla Kobita


Watch The Video - Click This Link



ইচ্ছে করে তোর হাতটা ধরে খালি পায়ে হাঁটি সবুজ ঘাসে, আবার গিয়ে বসি সেই গড়েরমাঠে, সাথে বাদাম ভাজা আর তোর সাথে গল্প।
গঙ্গার পাড়ে সূর্য যখন ডুবে, তোকে না খুব মায়াবী লাগে। অজস্র না বলা কথাগুলো বলতে ইচ্ছে করে। তুই হয়তো বুঝে যাস সব। তবুও না জানার ভান করে বলিস, এই পাগলি, কি হয়েছে তোর? আমি কেবলা কেবলা হাসি দিয়ে বলি, কই, কিছু না তো।
সন্ধ্যার শেষে এবার বাড়ি ফেরার পালা। বাসের জন্য অপেক্ষায় দাড়িয়ে আছি হঠাৎ তুই বললি, তো ম্যাডাম এবার কবে দেখা হচ্ছে? আমি বলি, যবে আপনি বলবেন। বলেই হেসে ফেলি দুজনে।
জানিস,
আজকাল আর সবুজ ঘাসে হাঁটা হয়না। গঙ্গার পাড়ে সূর্য ডুবা ও দেখা হয়না । এখন আর কেউ মায়া লাগায় না, আর কেউ পাগলি বলেও ডাকেনা।
কিন্তু অজস্র না বলা কথাগুলো এখনও খুব বলতে  ইচ্ছে করে। তুই কি আর বুঝতে পারিস না সেগুলো ?
জানিস এখনও বাসের জন্য অপেক্ষা করি কিন্তু আবার দেখা হবার কথা টা কেউ জিজ্ঞেস করে না।
তুই কি সত্যি সব ভুলে গেছিস? কিছুই মনে পড়ে না তোর?
মনে পড়ে না ফুটপাথে হেঁটে যাওয়ার সময় অজান্তে সেই হাতের স্পর্শ? সেই একসাথে সিনেমা দেখা, হাসি ঠাট্টা।
সেই নন্দন এর  বৃষ্টি ভেজা সন্ধ্যা, পার্ক স্ট্রিটর সেই কথোপকথন। ফোনে ঘন্টার পর ঘন্টা কথা। সব ই আজ কেমন শান্ত হয়ে গেছে।

আগে তোর জন্য অপেক্ষা করতাম, আর তুই এসেই বলতিস, sorry, sorry রে আসতে দেরী হয়ে গেল।অফিসে প্রচুর কাজ ছিল।
আমি রেগে যাওয়ার অভিনয় করে বলতাম, থাক আর বাহানা দিতে হবে না।

জানিস, আমি আজও অপেক্ষা করছি তোর জন্য শুধু তফাৎ টা এই কি এবার জানি না তুই আসবি কি না।।

Comments