ওই যে মেয়েটা লড়াই করছে রোজ আধপেটা খেয়ে,
ওই যে মেয়েটা ভিক্ষে করছে স্টেশনে গান গেয়ে।
ওই যে মেয়েটা বর্বরতার প্রতিবাদ করেছিল,
অ্যাসিডে মুখটা ক্ষতবিক্ষত দৃষ্টি ও কেড়ে নিল।
ওই যে মেয়েটা বিয়ে নয় পড়া অদম্য জেদ ওর। ওর বিশ্বাস রাত কেটে যাবে,আসবে নতুন ভোর। ওই যে মেয়েটা,লোকের বাড়িতে তিন বেলা কাজ করে,
ওই যে মেয়েটা, মেধাবী ছাত্রী বিদ্যুৎ নেই ঘরে। ওই যে মেয়েটা খুব সাহসিনী মার্শাল আর্ট শেখে, ও আজ নিজেকে বাঁচতে শিখেছি পশুদের হাত থেকে।
প্রাণ খুলে ওকে বাঁচতে শেখাও, অধিকার কেড়ে নিও না,
সম্মান যদি না করতে পারো তবু অপমান দিও না। ওই যে মেয়েটা জন্মের আগেই মেরে ফেলা হলো ওকে,
দোষটা কি ওর ? উত্তর দাও চোখ রেখে ওর চোখে --
কাল যদি ওরা প্রতিবাদী হয় এই যন্ত্রনা পেয়ে?
যদি বলে উঠে- চিনতে পারছো? আমি তো সেই মেয়ে ।
ওদের চোখের তেজের আগুনে জ্বলবে তোমার চিতা,
ওরা যে সবাই অসামান্য, ওরা মাতৃরূপেন সংস্থিতা ।
Comments
Post a Comment