প্রেমিকা হওয়া কী এতই সোজা? ! কলমে ~ মৌসুমী হাজরা ! Bangla Golpo



 https://scontent-maa2-2.xx.fbcdn.net/v/t1.0-9/68713349_957871911223111_9212236363477286912_n.jpg?_nc_cat=100&_nc_oc=AQndixj8UpF659J1LwDQmJULd321mkg5YpAekpzJdo1lQnOVVtuSuA5bLCHrYrOvkXg&_nc_ht=scontent-maa2-2.xx&oh=6f42592a303050b012507563ce12ea97&oe=5E1242B4
এই যে আমার শত শত চাপা অনুভূতি আছে তোমার জন্য, তুমি কি তা বুঝতে পারো?
এই যে তোমার এত বন্ধুদের ভিড়ে কেউ একজন শুধু তোমাকে ভীষণ ভাবে চায়, তোমার নামের পাশে সবুজ বাতিটা জ্বলতে দেখলেই তার মন খুশিতে ভরে যায়, তুমি তো এইসব জানতেও পারো না।
আচ্ছা, তোমার প্রেয়সী তোমায় ভীষণ ভালোবাসে বলো?
তাকে একবার জিজ্ঞাসা করে দেখবে তো, বৃষ্টিভেজা বিকেলে জানালার ধারে তোমাকে সে কল্পনা করে কিনা? বা হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেলে তোমার কথা ভাবে কিনা? বা ভীষণ জ্বরে তোমার শরীরের উষ্ণতা খুঁজে কিনা?

প্রেমিকা হওয়া কী এতই সহজ বলো?
রোজ তোমাকে কল্পনা করে ডায়েরির পাতা ভর্তি করি, ঘুম ভাঙা সকালে তোমার প্রোফাইলে ঢুকে 'লাস্ট সিন' চেক করি, তুমি তা জানতেই পারো না, প্রেয়সীর সাথে সারারাত প্রেমালাপের পর তুমি তো তখন গভীর ভাবে ঘুমিয়ে থাকো।
তুমি হয়তো বলবে তাহলে এই অনুভূতি গুলো তোমাকে বলি না কেন!
বলে কি হবে বলো তো? দয়া করবে আমায়, ছিটেফোঁটা প্রেমের ভিক্ষে দেবে আমায়, কিন্তু আমার মনের বিশালতায় তো তুমি ডুবতে পারবে না, শুধু গভীরতা মাপার চেষ্টা করবে, কিন্তু ব্যর্থ হবে। তার থেকে আমার প্রেম আমারই থাক।
"তুমি বরং ভালো থেকে তার আঁচলে,
আমার প্রেমটা না হয় থাকুক একতরফায়;
রাধার প্রেমেই সবাই কৃষ্ণকে খোঁজে,
কেউ খোঁজে না মীরার চোখের তারায়"।
কলমে ~ মৌসুমী হাজরা

Comments