ঢেউ
পলি ঘোষ
চলতি পথের অচেনা ভীড়ে ।
দেখিনি যাদের আগে ,
তাদের মাঝে ও দেখি আমি
কিছু চেনা মানুষ।
আমার প্রিয় কাব্যখানি জুড়ে,
লিখছি পাতায় যাকে খুঁজছি অহর্নিশ,
আমার প্রেমের স্মৃতিরা আজ ভস্ম,
বৃথাই খুঁড়ি স্মৃতির কবর,
শূন্য বুকের পাঁজর
কলম শুধুই গুমরে মরে
করুন হাসি মুখে,
ক্ষয়ে যায় অন্তরের শিলালিপি
স্মৃতির ভারেই নুয়ে পরে জল ।
চেনা অচেনার ভুল অঙ্কে
একটু আধটু হলেও ঠিক
মুচকে হাসি আমার ভাগ্য দেখে,
ভীড়ে যাওয়া স্বপ্নগুলো,
পর্ন মোচীর দলে,
ঝরিয়ে দিল অকাল শ্রাবন,
বাঁচার গল্প বলে।
খুঁজতে গিয়ে নতুন ভোরে,
ভুলতে চায় মন যাকে,
অন্ধকারে হাতড়ে জীবন,
ফিরে পেলনা সেই রাথটাকেই।
-----------------------------------------------------------------------
Comments
Post a Comment