সুখ অসুখ
সুজাতা চ্যাটার্জী
সুখের মাঝেই অসুখ থাকে,যায়না দেখা আগে,
সুখটা যখন নেশা ধরায়,অসুখ তখন জাগে ।
সুখটা যদি থাকতো শুধু? তবে কেমন হতো জানো,
জীবন হত দুর্বিষহ তুমি মানো বা না মানো ।
চারদিকেতে কেবল যে সুখ অসুখ কোথাও নাই ।
ব্যথা পেলেও আসতো হাসি দুঃখ পেলেও তাই।
তখন চোখের জলের থাকতো না দাম,
পরতো না আর ঝরে,
শুকিয়ে যেত চোখেই আবার সেই সুখের এই তরে।
এবার বলো ? চাও কি শুধুই? সুখটা যেন থাকে,?
নাকি, সুখের মাঝে অসুখটা ও দেখতে ভালো লাগে ?
তাই চাও যদি সুখ থাকবে পাশে অসুখের ও নাম, আসল কথা,
অসুখ ছাড়া নেই যে সুখের দাম।
Comments
Post a Comment