জলছবি
পলি ঘোষ
একটা জলছবি
একটা নদী একটা নৌকা
একজন মাঝি।
যাত্রী আছে কি নেই
জানিনা
নৌকাটা আড়াআড়ি...
একটা জলছবি
একটা আকাশ একটা পাখি
বৃষ্টির ফোটা...
পাখিটি উড়ে যায়
কোথায় যায়
জানিনা
বিশাল খোলা আকাশ।
একটা পোড়া মাটির ঘর
দরজা আছে জানালা আছে
ঢোকার জায়গা নেই
পুরোটাই ছবি।
একটা মানুষ আনমনে
তাকিয়ে আছে
কী দেখে! কী ভাবে জানিনা...
চোখে অশ্রুর ফোটা।
একটা জলছবি
নৌকায় তুমি পাখিটা তুমি
পোড়া মাটির ঘরে তুমি
অশ্রুতে তুমি
কে তুমি? বলনা কে তুমি?
..........
..........
হ্যা আমি..... হৃদয়ের জলছাপ।।
Comments
Post a Comment